রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে জেলায় চ্যাম্পিয়ন বাগাতিপাড়া দলকে সংবর্ধণা

বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে জেলায় চ্যাম্পিয়ন বাগাতিপাড়া দলকে সংবর্ধণা

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টুর্নামেন্টে ফাইনালে বালিকাদের (অনুর্ধ্ব-১২) খেলায় নাটোর জেলা পর্যায়ে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় বাগাতিপাড়া উপজেলা দলকে সংবর্ধণা দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে বালিকা দলের খেলোয়াড়াবৃন্দ তাদের চ্যাম্পিয়ন ট্রফি উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ইউএনও নীলুফা সরকারের হাতে হস্তান্তর করেন। সংবর্ধনা প্রদানকালে সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় আরও  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও নীলুফা সরকার, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। উল্লেখ্য যে গত ২১ সেপ্টেম্বর নাটোর শংকর গোবিন্দ স্টেডিয়ামে গুরুদাসপুর উপজেলা খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাগাতিপাড়া উপজেলা পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা প্রধান অতিথি থেকে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন। 

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …