নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে বালিকাদের (অনুর্ধ্ব-১৭) খেলায় নাটোর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাগাতিপাড়া উপজেলা দলকে সংবর্ধণা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে বালিকা দলের খেলোয়াড়াবৃন্দ তাদের চ্যাম্পিয়ন ট্রফি উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ইউএনও প্রিয়াংকা দেবী পালের হাতে হস্তান্তর করেন।
সংবর্ধনা প্রদানকালে সেখানে উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে রোববার নাটোর শংকর গোবিন্দ স্টেডিয়ামে বড়াইগ্রাম উপজেলা বালিকা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাগাতিপাড়া উপজেলা বালিকা দল। জেলা প্রশাসক মো. শাহরিয়াজ প্রধান অতিথি থেকে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …