রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / বঙ্গমাতা ফজিলাতুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০ এর ফাইনাল অনুষ্ঠিত

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০ এর ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মোহরকয়া ডিগ্রি কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মােহরকয়া কয়লার ডহর ফুটবল একাদশ আয়োজিত এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফ, মোহড়কয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম সহ মােহরকয়া কয়লার ডহর ফুটবল একাদশের কর্মকর্তাবৃন্দ।

খেলায় শিপন হোন্ডা সার্ভিসিং কে ১-০গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয় একতা ব্রিকস একাদশ। এই খেলা দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দশ হাজারের ওপর দর্শক উপস্থিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলার চেয়ারম্যান ইসাহাক আলী জানান, মাদক ও জঙ্গিমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প কোনো কিছু নাই। তাই খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা দান করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …