নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন বঙ্গবন্ধু সারাজীবন শোষনের বিরুদ্ধে লড়াই করেছেন , বঙ্গবন্ধু একটি সামপ্রদায়িক দেশ গড়তে চেয়েছিলেন যে দেশে কোন মত পার্থক্য থাকবেনা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান কোন ভেদাভেদ থাকবেনা। সকলের অধিকার এই বাংলাদেশে সমান থাকবে। যখনই এই দেশে কেউ অন্যায় ভাবে বাংলার মানুষের উপর জুলুম করতে চেয়েছে তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলনের ডাক দিয়েছে। বঙ্গবন্ধু নিজের জীবন দিয়ে দেশটাকে রক্ষা করেছে। তার স্বপ্ন আজকে পূরণ হয়েছে।
প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে উপজেলা হল রুমে সিংড়া উপজেলা হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে সিংড়া উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরের কথা গুলো বলেন।
সিংড়া উপজেলা হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক শীতল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের নাটোর জেলার সাধারন সম্পাদক সুব্রত সরকার, সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি ্এ্যড.ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সিংড়া উপজেলা শাখার সদস্য সচিব মানসী ভট্টাচার্য।