সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাটোরে ১০ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাটোরে ১০ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাটোরে ১০ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের কানাইখালী মাঠে জেলা প্রশাসন আয়োজিত এই বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলায় স্টলগুলো ঘুরে দেখেন। বই মেলায় মোট ৩৫ টি ষ্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত স্টলগুলো খোলা থাকবে। এছাড়া প্রতিদিন মেলা প্রাঙ্গনে থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২৬ মার্চ বই মেলার সমাপ্তি ঘটবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …