শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / কৃষি / বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নাটোরের কৃষক প্রসঙ্গ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নাটোরের কৃষক প্রসঙ্গ

ড. মো: আনোয়ারুল ইসলাম

যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুর্ণগঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তরে ছুটে বেড়িয়েছেন, পদস্পর্শ করেছেন বাংলাদেশের প্রায় প্রতিটি শহর, নগর, বন্দর। বাদ যায়নি মাঠ, ঘাট, হাট এবং বাজার। স্বাধীনতার পূর্বে পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ আর বঞ্চনার শিকার ছিল এই বাংলা । বাংলার অর্থনীতির অবস্থান ছিল দারিদ্র্যসীমার নিচে। জাতির পিতার স্বপ্ন ছিল শোষণমুক্ত, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার। বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনালি ফসলে ভরপুর দেখতে চেয়েছিলেন। কৃষকরা জমি থেকে বছরে দুইবার ধান এবং একবার রবি শস্যের আবাদ করে যাতে মোট তিনটি মৌসুমেই ফসল পায় এজন্য কৃষিকে দিয়েছিলেন সর্বোচ্চ গুরুত্ব। স্বাধীনতার পর তিনি ডাক দিয়েছিলেন সবুজ বিপ্লবের।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হয়েও কৃষকের সাথে ফসলের মাঠে তিনি কথা বলেছেন কোন রকম সরকারি প্রোটোকল ছাড়াই। খুব সাবধানে মাঠে নেমেছেন, যাতে ফসল নষ্ট না হয়। ছবিতে দেখা যাচ্ছে নাটোরের ধান ক্ষেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনৈক কৃষকের সাথে কথা বলছেন।

লেখক: উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও দেখুন

লিটনের ছাদ বাগানে শোভা পাচ্ছে ৩৫ ধরনের ফলগাছ

    নিজস্ব প্রতিবেদক:   বাড়ির ছাদে সৌখিন ফলের বাগান করে সফলতা পেয়েছেন সিংড়ার তারেকুজ্জামান লিটন। তার …