মঙ্গলবার , এপ্রিল ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের সংবিধানে সংরক্ষিত মানুষের ৫ টি মৌলিক অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অধিকার নিশ্চিত করছেন নাটোরের সিংড়ায়- প্রতিমন্ত্রী পলক এমপি

বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের সংবিধানে সংরক্ষিত মানুষের ৫ টি মৌলিক অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অধিকার নিশ্চিত করছেন নাটোরের সিংড়ায়- প্রতিমন্ত্রী পলক এমপি

নিজস্ব প্রতিবেদক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, “ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান অন্ন , বস্ত্র,শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান মানুষের এই ৫ টি অধিকার সংবিধানে সংরক্ষিত করে গেছেন। তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ৫টি মৌলিক অধিকার জণগনের জন্য নিশ্চিত করছেন। আমরা সিংড়ার ৫ লাখ জনগনের উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই। দেখা গেছে কিছু চিকিৎসা ব্যবস্থার জন্য সিংড়াবাসীকে ঢাকা, রাজশাহী বা অন্য কোথায়ও যেতে হয় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে। আমরা নিয়মিতভাবে চক্ষু ক্যাম্প ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করছি।যার ফলে ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারদের সিংড়ায় এনে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা করে দিচ্ছি এবং কিছু ফ্রি মেডিসিনও দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ সিংড়ার সাধারণ মানুষ সিংড়ায় বসে নিতে পারে সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা।” 

প্রতিমন্ত্রী পলক আজ শুক্রবার সকালে সিংড়ার কোর্ট মাঠে সিংড়া ডায়াবেটিক সমিতি আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্ভোধনকালে এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডাঃ একে আজাদ খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে জাতীয় অধ্যাপক ডাঃ একে আজাদ খানের নেতৃতে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিংড়া হাসপাতালের ও বিভিন্ন বেসরকারী ক্লিনিকে কর্মরত ২০ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করছেন।

আরও দেখুন

নাটোরে চেয়ারম্যান প্রার্থী ও তার ভাইকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ও তার ভাই কলম …