বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নাটোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নাটোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নাটোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম মার্কেটের একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া বুলবুল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক আরিফা জেসমিন কণিকা। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম নান্টু, জিল্লুর রহমান আলমগীর, উম্মে খায়রুন্নাহার বিজলী প্রমুখ।

সভায় সংগঠনের অফিস ঘর বরাদ্দ নেয়া, আগামী রোববার ব্যাংক একাউন্ট খোলা, আগামী ২৮ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জানান সংগঠনকে শক্তিশালী এবং বেগবান করতে যা যা করার দরকার তিনি করবেন। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় দিবসগুলোতে সংগঠনের পক্ষ থেকে শিশুদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি দরিদ্র অসচ্ছল শিশু শিক্ষার্থীদের বিনামূল্যে চিত্রাঙ্কন, সঙ্গীত, আবৃত্তি, অভিনয় প্রশিক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণে পরামর্শ প্রদান করেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …