শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ‘বঙ্গবন্ধু বাঙালির আত্মপরিচয়কে পূর্ণতা দিয়েছেন’

‘বঙ্গবন্ধু বাঙালির আত্মপরিচয়কে পূর্ণতা দিয়েছেন’

নিউজ ডেস্ক :

ইতিহাসের দীর্ঘ পথপরিক্রমায় বঙ্গবন্ধু তার প্রাজ্ঞ নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা করে বাঙালির আত্মপরিচয়কে পূর্ণতা দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্কের (বিপিএসএন) বাংলাদেশ জাতিরাষ্ট্রের উত্থান শীর্ষক বিশেষ বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসকে লাহোর প্রস্তাব বা ভাষা আন্দোলন দিয়ে বিচার করলে তা হবে আংশিক, অপূর্ণাঙ্গ। বাংলাদেশের উত্থানকে বুঝতে হবে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক আত্মপরিচয় নির্মাণের ধারাবাহিকতায়। বাংলা ভাষার বিবর্তন, বাঙালির সংশ্লেষণবাদী ধর্মবিশ্বাস এবং স্বতন্ত্র জীবনধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করে বাঙালির আত্মপরিচয়কে পরিপূর্ণতা দিয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *