নিজস্ব প্রতিবেদক: নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অনুর্ধ-১৭ (বালক-বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক-বালিকা উভয় গ্রুপে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালপুর উপজেলা দল। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে সাতটি উপজেলা থেকে এই খেলায় অংশগ্রণ করে। শুক্রবার বিকেল ৩ টা থেকে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় লালপুর উপজেলা দল সিংড়া উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ২য় খেলায় বিকেল সাড়ে চারটায় একই স্থানে বালক দলের লালপুর উপজেলা দল সিংড়া উপজেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শরীফুন্নেছার সভাপতিত্বে খেলা শেষে বিজয়ী দলের হাতে কাপ তুলে দেন নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক) আশরাফুল ইসলাম, লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানিন দ্যুতি, জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি এ্যাড. সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য জেলার চ্যাম্পিয়ন উভয় দলই বিভাগীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।