নিউজ ডেস্ক:
চট্টগ্রামের কর্ণফুলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পেয়েছে চায়না কমিউনিকেশনস কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)। প্রতিষ্ঠানটিকে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগ কর্তৃক চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণাধীন ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনায় সিসিসিসিকে নিয়োগের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাধীন নির্মিতব্য মিঠামইন সেনা স্থাপনার ভূমি সমতল উঁচুকরণ, ওয়েভ প্রটেকশন ও তীর প্রতিরক্ষা প্রকল্পের আওতায় ভূমি সমতল উঁচুকরণ-১২৩ হেক্টর, নদীর তীর প্রতিরক্ষা ১ দশমিক ৮৫ কিলোমিটার, ওয়েভ প্রটেকশন কাজ ৪ দশমিক ১০ কিলোমিটার, পেরিফেরাল ডাইক নির্মাণ ৪ দশকি ১০ কিলোমিটার, মিঠামইন উপ-বিভাগীয় দপ্তর ১টি, ব্যারাক একটি এবং নদীতীরে দুটি আরসিসি ঘাট নির্মাণের পূর্ত কাজ অর্পিত ক্রয়কার্য অনুসরণে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।