রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাচ্ছেন বাগাতিপাড়ার কর্মকর্তা মোমরেজ

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাচ্ছেন বাগাতিপাড়ার কর্মকর্তা মোমরেজ


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৬ পাচ্ছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদ্য বিদায়ী কৃষি কর্মকর্তা মোমরেজ আলী। কৃষিতে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে ব্রোঞ্চ পদকে ভূষিত হচ্ছেন। আগামীকাল বুধবার (১২ অক্টোবর) ঢাকার ওসমানী মিলনায়তনে তাকে এই সম্মাননা পুরস্কার দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১৪২৫ ও ১৪২৬ এই দুই সনের ১০টি ক্যাটাগরিতে মোট ৪৪ জনকে এই পুরস্কারে ভুষিত করা হচ্ছে। এরই আলোকে বাগাতিপাড়ার কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলীকে ব্রোঞ্চ পদক প্রদান করা হচ্ছে।

কৃষি কর্মকর্তা থাকাকালে তিনি বাগাতিপাড়া উপজেলায় কৃষকদের বানিজ্যিক কৃষিতে উদ্বুদ্ধ করে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে অবদান রেখেছেন। তার প্রচেষ্টায় এই উপজেলায় ২০ হেক্টর জমিতে মাল্টা, ৬ হেক্টর জমিতে ফুল, শুন্য দশমিক ৬ হেক্টর জমিতে কমলা, দুই দশমিক ৫ হেক্টর জমিতে অসময়ের আম, ৪ হেক্টর জমিতে কাশ্মীরি কুল, ৫ হেক্টর জমিতে হাজারি লাউ, ৩০ হেক্টরে বারি লেবু-৩, ১৬০ হেক্টর জমিতে নিরাপদ বেগুন চাষ হয়েছে। এর ফলে এ উপজেলার কৃষকরা আর্থিকভাবে লাভবান ও জনগনের পুষ্টির জোগান দেওয়া সম্ভব হয়েছে। এসব বিবেচনায় নিয়ে তাকে পুরস্কারে মনোনীত করা হয়েছে।

কর্মকর্তা মোমরেজ আলী বাগাতিপাড়া থেকে বিদায় নিয়ে গত ৬ অক্টোবর নওগাঁর মহাদেবপুরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তবে তিনি বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তার পরিচয়ে এই পদকে ভূষিত হচ্ছেন বলে জানা গেছে। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার খলিলপুর গ্রামের আব্দুস সোবহান ও হানিফা বেগম দম্পতির ছেলে।

আরও দেখুন

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে …