বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / জাতীয় / বঙ্গবন্ধু ছিলেন ত্রিকালদর্শী

বঙ্গবন্ধু ছিলেন ত্রিকালদর্শী

নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু ত্রিকালদর্শী মানুষ ছিলেন। বঙ্গবন্ধু অতীত জানতেন, বর্তমান বুঝতেন ও ভবিষ্যত পড়তে পারতেন। তার ইতিহাস বোধ বাঙালী জাতিকে দিকনির্দেশনা দিয়েছে। ৭ মার্চ স্বাধীনতার প্রকৃত ঘোষণা, এ কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। কারণ আমি মনে করি এটা স্বাধীনতার ঘোষণা নয়, এটি ছিল স্বাধীনতার জন্য প্রস্তুতির ডাক। শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এ কথা বলেছেন। বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও অদম্য বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি ড. রাশিদা আসকারী, সাধারণ সম্পাদক ড. মিল্টন বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাঃ কামরুল হাসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মফিজুর রহমান, ট্রেজারার ড. কামালউদ্দীন আহমদ প্রমুখ।

জবির বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের দ্বারোদ্ঘাটন ॥ জবি সংবাদদাতা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান আজ বুধবার দুপুর ১২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তাদের জন্য একটি নতুন হল পেল যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দ আরও বৃদ্ধি পাবে কেরনীগঞ্জের বিশাল নতুন ক্যাম্পাসে। নতুন ক্যাম্পাসে যাওয়ার জন্য শিক্ষার্থীরা বিভোর হয়ে রয়েছে।’

আরও দেখুন

নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …