শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, আহত -১

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, আহত -১


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে একটি ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাংচুর করার ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০ টার দিকে উপজেলা সদরের আমবাগান এলাকার টাইগার ক্লাবে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছে। 

জানা যায়, সরকার দলীয় সমর্থকদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাইগার ক্লাবে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণ পর হামলাকারীরা পৌর মেয়র ইসহাক আলী মালিথার বাড়ির আঙিনা লক্ষ্য করে পাথর ও ঢিল ছুড়ে মারেন। এসময় মেয়রের সমর্থকেরা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় আমবাগান এলাকার আব্দুল আজিজের ছেলে আলালকে ধারালো ছুরি দিয়ে তার বুকের ডান পাশে আঘাত করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। 

এদিকে এই হামলার ঘটনায় শহরের আমবাগান এলাকার সরকার দলীয় সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কয়েকজনকে দায়ী করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলবার হোসেন জানান, টাইগার ক্লাবে হামলার পর পৌর মেয়রের বাড়ির দিকে ঢিল ছুঁড়ে মারে সন্ত্রাসীরা। 

মেয়র ইছাহক মালিথা বলেন, আমবাগান এলাকায় ঈদের আগের দিন ওই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে দোকানদারদের কাছে চাঁদা দাবীর অভিযোগ ছিলো। এছাড়াও তারা নিয়মিত সিএনজি থেকে চাঁদাবাজি করছিল। এ সব ঘটনার প্রতিবাদ এবং এদের বিরুদ্ধে বিচারের কথা বলায় হামলার ঘটনা ঘটেছে। তারা টাইগার ক্লাবে হামলা করে জাতির জনক ও তার কন্যার ছবি ভাংচুর করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, আধিপত্য বিস্তারের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত থানায় কারও বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস (এমপি) বলেন, শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের কোনও প্রকার ছাড় দেওয়া হবে না। ঈশ্বরদীতে শান্তি-শৃঙ্খলার পরিবেশ ভালো রাখতে যা করার দরকার, তাই করবো বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …