বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / রাজনৈতিক / বঙ্গবন্ধু আমি ভুলিনি তোমায়: আব্দুল আজীজ

বঙ্গবন্ধু আমি ভুলিনি তোমায়: আব্দুল আজীজ

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শুধু কোন দলের নয়, দেশের নেতা, জাতির নেতা, বাংলাদেশের জনগণের অভিভাবক l জাতীয় থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন নেতা ও বলিষ্ঠ নেতৃত্ব খুঁজে পাওয়া খুবই কঠিন”- এই ভালোবাসাকে লালন করে হাজারো কর্মব্যাস্ততার মাঝে একটি শ্রুতিমধুর গান রচনা করেছেন মোহাম্মদ আব্দুল আজিজ।
নিজের সুর এবং কথা দিয়ে মন থেকে ভালোবাসাকে উজাড় করে দিয়ে গানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে জাতীর পিতা বঙ্গবন্ধু তার হৃদয়ের একটি বিশেষ স্থান দখল করে আছেন।

গানটির বিষয়ে সংক্ষেপে কন্ঠ শিল্পী বলেন- বঙ্গবন্ধুকে নিয়ে আমি যতই জানার চেষ্টা করেছি ততই আবেগে আপ্লুত হয়ে পড়েছি। যে মানুষটা দেশের জন্য জীবনের অধিকাংশ সময়ই জেলে কাটিয়েছেন, দেশের স্বাধীনতা থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী দেশকে পুনর্গঠনের জন্য জীবনের পূর্ণ সময় ও মেধা বিনিয়োগ করেছিলেন তার জন্য আমরা কি করতে পেরেছি? আমরা শুধু পেরেছি চরম অকৃতজ্ঞতা প্রকাশ ও সমালোচনা করতে। আর এই বোধ থেকেই বঙ্গবন্ধুর প্রতি আমার আবেগ, অনুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বঙ্গবন্ধুকে সমালোচনার উর্ধ্বে রেখে দলমত নির্বিশেষে সকলের কাছে সঠিক ভাবে উপস্থাপনের জন্য আমার এই ছোট্ট প্রয়াস ।

আব্দুল আজীজ ব্যাক্তি জীবনে একজন ব্যাবসায়ী। রাজধানী উত্তরায় অবস্থিত ইন্ডিক্যাফ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক।

খুব শীঘ্রই বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পীর এই সুমধুর গান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …