শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজশাহীর সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার দুপুরে ১নং বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে সদস্য ফরম পূরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার রায়ে বহিঃবিশে^ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। জাতি আইনজীবীদের কাছ থেকে যেটি আশা করেন, সেটি বাস্তবায়নে কাজ করছেন আইনজীবীরা। আইনজীবীরা নির্ভয়ে কাজ করে যাচ্ছেন। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আইনজীবীদের কার্যক্রমের ভুমিকা প্রশংসনীয়।
মেয়র আরো বলেন, রাজশাহীতে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের বিজয়ের সূচনা হয়েছে। এটি অব্যহত থাকবে। তবে মনে রাখতে হবে জামায়াত-বিএনপি এখনো ঘাপটি মেরে আছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এ্যাড. মোজাফফর হোসেন, এ্যাড. মোঃ মকবুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান, এ্যাড. ইব্রাহিম হোসেন, এ্যাড. রবিউল হক কাকর, এ্যাড. আব্দুল বারী। সঞ্চালনা করেন এ্যাড. রাশেদ উল নবী আহসান।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *