সোমবার , ডিসেম্বর ৩০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কদমচিলান ইউনিয়নে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কদমচিলান ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল আলম নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কাউসার সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ যুবলীগ মহিলা লীগ ছাত্রলীগ এর নেতৃবৃন্দ ।

আলোচনা শেষে ১৫ আগস্ট এর শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরও দেখুন

হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা …