নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে জেলা তথ্য অফিস। প্রতিযোগিতা শেষে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শিশু একাডেমী মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের পরে পুরো দেশ ও জাতি অধীর আগ্রহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যে অপেক্ষায় ছিলো। ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের দেশ ও জাতির আকাংখা পূরণ হয় এবং স্বাধীনতা পূর্ণতা লাভ করে। ছোটবেলার খোকা তথা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আজকের প্রজন্ম আগামীতে সৃজনশীল ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, জেলা কালচারাল অফিসার মোঃ আব্দুল রাকিবিল বারী এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনে নাটোরে চিত্রাংকন প্রতিযোগিতা
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …