সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ। আজ রবিবার (১০ জানুয়ারী) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পক্ষ থেকে নাটোর পৌরসভা নয়টি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় মেয়র উমা চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ছিলেন সাধারণ খেটে খাওয়া মেহনতী মানুষের নেতা। তিনি সব সময় গরিব-দুঃখীদের পক্ষে কথা বলতেন, তার আদর্শকে নিজেদের কর্মে প্রতিফলন করে জেলা আওয়ামী লীগের এই বিশেষ উদ্যোগ।

এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম শরিফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু সহ প্রমুখ।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …