বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / খেলা / বঙ্গবন্ধুর সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ-পলক

বঙ্গবন্ধুর সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ-পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির স্থপতি, তিনি দেশকে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, কিন্তু ঘাতকরা সে সুযোগ দেয়নি। তার স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বর্তমান প্রজন্মকে নৈতিকতা, মূল্যবোধ এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারন করার আহ্বান জানান।

তিনি বৃহস্পতিবার দুপুর ১২ টায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্ট -২০১৯ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আগে উপরোক্ত কথাগুলো বলেন। বালক দলের বিজয়ী শরিষাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রতিমন্ত্রী। পরে বালিকা দলের রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

উল্লেখ্য, খেলায় বালক দলে শরিষাবাড়ি ৭-০ গোলে মাঝগ্রাম কে পরাজিত করে এবং বালিকা দলে রামপুর ১-০ গোলে নিংগইন কে পরাজিত করে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঈনুল হাসান
প্রমুখ।

আরও দেখুন

অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে  আনোয়ার হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে …