নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাসেল, গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামসহ প্রমুখ।
বক্তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধুর চিন্তা চেতনা কথা উল্লেখ করার পাশাপাশি তার লালিত স্বপ্নকে ধারন করে আমাদের দ্বিধাদ্বন্দ ভূলে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে, দেশ উন্নয়ন মানেই বঙ্গবন্ধু স্বপ্ন। এদেশের মাটি ও মানুষের রক্তের সাথে মিশে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, বীরমুক্তিযোদ্ধাগণ ছাড়াও উপজেলার সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …