রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নাটোরে স্বাস্থ্য বিভাগীয় কর্মীদের মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নাটোরে স্বাস্থ্য বিভাগীয় কর্মীদের মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নাটোরে স্বাস্থ্য বিভাগীয় কর্মীদের মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির আয়োজনে এই মানববন্ধন এবং র‌্যালি অনুষ্ঠিত হয়।

তাদের সঙ্গে যোগ দেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ হেলথ ইনস্পেক্টরাল অ্যাসোসিয়েশন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ইনস্পেক্টরাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাবু প্রমুখ। উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন আর কোথাও বঙ্গবন্ধুর কোন অবমাননা সহ্য করা হবে না।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …