শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নাটোরে সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নাটোরে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নাটোরে সমাবেশ করেছে এই অঞ্চলের রাষ্ট্রায়াত্ত ব্যাংকসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আজ শনিবার সকাল সাড়ে দশটায় নাটোর প্রেসক্লাব প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন ভূখন্ড, পতাকা আর স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। বাংলাদেশ, স্বাধীনতা আর বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্নকরা যাবে না।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, জেলা শ্রমিক লীগের সভাপতি মাঈনুল হক, জনতা ব্যাংক নাটোর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক সাজেদুর রহমান, নাটোর সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবু রায়হান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম।

এরআগে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …