নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও মৌলবাদীদের ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রাম পৌর শহরের লক্ষীকোলে সোমবার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাজেদুল বারী নয়নের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বারেক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিউল করিম, পৌর যুবলীগের আহ্বায়ক সাইদুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তুহিন ও সাধারণ সম্পাদক নিলয় সরকার নাসিম বক্তব্য রাখেন।
এ সময় আওয়ামী লীগ নেতা মাজেদুল বারী নয়ন তার বক্তব্যে বলেন, একটি চিহিৃত গোষ্ঠী দেশের দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের দু:সাহস দেখিয়েছে তারা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে এসব দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতাকর্মীদের কলিজায় আঘাত করেছে। অবিলম্বে এ ঘটনার পেছনে ইন্ধন দাতারাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান তারা।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …