নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামের লক্ষ্মীকোল বাজারে বড়াইগ্রাম উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম জোয়াদ্দারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শেষ বিকালে মানববন্ধনকালে বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কালাম জোয়াদ্দার, পৌরসভার প্যানেল মেয়র জালালউদ্দিন, পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবর, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গোল্লা ও যুবলীগ নেতা আব্দুল জলিল সরদার।
এ সময় মেয়র প্রার্থী আবুল কালাম জোয়াদ্দার তার বক্তব্যে বলেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তে মেতে উঠেছে। যার অংশ হিসাবে তারা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের দুঃসাহস দেখাচ্ছে। কিন্তু তারা জানে না বঙ্গবন্ধুর স্থান দেশপ্রেমিক প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে। তাই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গেনি, তারা প্রতিটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ে কুঠারাঘাত করেছে। তিনি অবিলম্বে দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …