শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে রবিবার বিকেল ৩ টায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি, শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৭১’র মুক্তিযুদ্ধের অপশক্তিরা যেভাবে পরাজিত হয়েছিল, বর্তমানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারী মৌলবাদীরা একইভাবে পরাজিত হবে।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …