নিজস্ব প্রতিবেদক:
“বঙ্গবন্ধুর পরিবারের প্রত্যেকটি সদস্যই স্বাধীনতা যুদ্ধের যোদ্ধা। কী অর্থনীতি, কী রাজনীতি, কী সাংস্কৃতিক প্রতিষ্ঠান এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের অবদান নেই”
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথাগুলি বলেন পৌরসভার মেয়র উমা চৌধুরী। তিনি আরো জানান, বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হারিয়ে দেশ শতবছর পিছিয়ে গেছে। যা কখনোই পূরণ হবার নয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় শ্রীশ্রী মণ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটি আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে এই কথাগুলি বলেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহমেদ, ৫নং কাউন্সিলর রোকনুজ্জামান হিরোসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদ সদস্যবৃন্দের আত্মার শান্তি কামনা করে কীর্তন এবং প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।