নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া: পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এই সাক্ষাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য নাটোরের পর্যটনকে বিশ্বদরবারে পরিচিত করানোর জন্য পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রীকে অনুরোধ করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
আজ শনিবার সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উত্তরা গণভবনে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
গণভবনে পৌঁছে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বিভিন্ন কক্ষ ও আসবাবাপত্র পরিদর্শন করেন পররাষ্ট্র মন্ত্রী। পরিদর্শন শেষে এক অনির্ধারিত আলোচনায় বসেন মন্ত্রী ও সাংসদ বকুল। নাটোরের পর্যটন সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন সাংসদ। এসময় বিশ্বদরবারে বাংলাদেশকে অনন্য মর্যাদায় উন্নীতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রীর নিরলস প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংসদ।
পরে নাটোর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন। মতবিনিময়ের শুরুতে বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, ‘যে অনুপম দক্ষতায় করোনাকালীস পরিস্থিতি মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন, তা অতীতের কোনো সরকার করতে পারেনি। করোনাকালে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মজবুত অর্থনৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে গেলেও প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনায় চলমান রয়েছে দেশের প্রধান রপ্তানীপণ্য গার্মেন্টসহ বিভিন্ন খাতের অর্থনৈতিক কর্মকান্ড। এভাবেই দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা।’
নীড় পাতা / জেলা জুড়ে / বঙ্গবন্ধুর নাটোরকে বিশ্বদরবারে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রীকে এমপি বকুলের অনুরোধ
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …