শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বৃক্ষরোপণ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯আগস্ট) সকালে জেলা সদরের কালীতলা লস্করপুর নামক স্থানে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড এই বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবীর বিন আনোয়ার।

এ সময় সচিব পত্নী তৌফিকা আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী বিভাগের প্রধান প্রকৌশলী একেএম শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মকলেছুর রহমান, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খাঁনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সারা দেশে ১ লাখ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করবে। তারই ধারাবাহিকতায় নওগাঁতেও পানি উন্নয়ন বোর্ড সারা বছর বিভিন্ন প্রজাতির ৪হাজার ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা রোপণ করবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …