রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগাতিপাড়ায় পরিচ্ছন্ন অভিযান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগাতিপাড়ায় পরিচ্ছন্ন অভিযান

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় দেশবন্ধু সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দয়ারামপুর বাজার ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থী ও সংস্থার নেতৃবৃন্দের সাথে নিজে হাতে ঝাড়– দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ উপলক্ষ্যে ওই বাজারে সংস্থার প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় সংস্থার প্রকল্প পরিচালক নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বজলারুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জেলা মুুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রউফ, দয়ারামপুর বাজার বণিক সমিতির সভাপতি আঃ ওয়াহাব প্রমুখ। সভা শেষে সাংসদ শহিদুল ইসলাম বকুল পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং বিভিন্ন দোকান ঘুরে পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

আরও দেখুন

বাগাতিপাড়ায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি পরিবহনের সময় ১০ টি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় অবৈধভাবে পুকুর খনন করে ইটভাটায় মাটি সরবরাহের সময় ১০ টি মাটিবাহী …