মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বঙ্গবন্ধুর জন্মদিনে নাটোরে মন্দিরে প্রার্থনা সভা

বঙ্গবন্ধুর জন্মদিনে নাটোরে মন্দিরে প্রার্থনা সভা

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধুর জন্মদিনে নাটোরে মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শ্রী শ্রীমন মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ তালুকদার সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ। প্রার্থনা সভার পূর্বে মন্দিরে রক্ষিত ব্যতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের পূর্ণ আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

সবশেষে কীর্তন পরিবেশন এবং প্রসাদ বিতরণ করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদ এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …