সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বগুড়ার নন্দীগ্রামে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি অফিসে দুর্ধর্ষ চুরি

বগুড়ার নন্দীগ্রামে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি অফিসে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে নন্দীগ্রাম উপজেলা প্রাণি সম্পদ অফিসের পিছনের জানালা কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে। এরপর আলমারীর তালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ করে। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. অরুনাংশু মন্ডল বলেন, দুর্বৃত্তরা অফিস থেকে ২টি মনিটর, ১টি স্ক্যানার ও ১টি প্রজেক্টর নিয়ে গেছে।

উপজেলা প্রাণি সম্পদ অফিস সংলগ্ন কামাল সুপার মার্কেটে অবস্থিত সৌদি জুয়েলার্সের মালিক আবুল কালাম আজাদ বলেন, দুর্বৃত্তরা তার দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের সোনার গহনা লুট করে নিয়ে গেছে। এছাড়াও একই সময়ে ওই মার্কেট সংলগ্ন প্রার্থিব প্রাঙ্গণে আপন জুয়েলার্স, সাবিত্রী জুয়েলার্স ও বিসমিল্লাহ্ টাইলস দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। জুয়েলার্স দোকান থেকে কিছু মুল্যবান গহনা নিয়ে গেছে। তবে বিসমিল্লাহ্ টাইলস দোকানের মালামাল তছনছ করলেও কিছু নিতে পারেনি। এদিকে রাত ৩ টার দিকে দোকানের সিন্দুক ভাঙ্গার শব্দ পেয়ে মার্কেট সংলগ্ন বাসা থেকে এক ব্যক্তি বের হয়ে থানা পুলিশকে খবর দেয়। এরপরই পুলিশ সেখানে পৌঁছিলে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ বিভিন্নস্থানে অভিযান শুরু করে। তারপর ভোর রাতের দিকে কাথম বেড়াগাড়ি থেকে ১জন দুর্বৃত্তকে আটকসহ ১টি পিকআপ (বগুড়া ন-১১-০২৬৭) উদ্ধার করে। পরে ওই পিকআপ থেকে উপজেলা প্রাণি সম্পদ অফিসের ২টি মনিটর ও ১টি স্ক্যানার উদ্ধার করা হয়েছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেন, আটকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

আরও দেখুন

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে …