নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে দামগাড়া ফাজিল মাদ্রাসার ৪তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা। মঙ্গলবার ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দামগাড়া ফাজিল মাদ্রাসার ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
পরে দামগাড়া ফাজিল মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি মাহাবুবুর রহমান রুস্তমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা আজিজার রহমান, বাদশা মিয়া ও মাহবুর রহমান বাবলু প্রমুখ।
আরও দেখুন
সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …