মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / বগুড়ার নন্দীগ্রামে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

বগুড়ার নন্দীগ্রামে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে মাদক কারবারিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৮ জানুয়ারি) বিকেল ৩ টা ১০ মিনিটে থানা পুলিশ উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজার হতে ১ কিলোমিটার পূর্বে বটগাছতলা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা গ্রামের আব্দুল মতিন পোদ্দারের ছেলে শাওন পোদ্দার (২৮) কে গ্রেপ্তার করে। তার নিকট ২টি মোবাইল ও মাদকদ্রব্য বিক্রয়ের ৫ শত টাকা পাওয়া যায়।

এর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শাওন পোদ্দারের বিরুদ্ধে পূর্বের ১টি হত্যা মামলাসহ ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অপরদিকে থানা পুলিশ নিয়মিত মামলার আসামি উপজেলার কাথম গ্রামের বুলু মিয়ার ছেলে রাজু আহম্মেদ (২৪) ও কলেজপাড়ার সুরুজ মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩১) কে গ্রেপ্তার করেছে।

রবিবার (৯ জানুয়ারি) থানা পুলিশ গেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …