বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়ার নন্দীগ্রামে বৃদ্ধা ভিক্ষুকের দায়িত্ব নিলেন সংসদ সদস্য মোশারফ হোসেন

বগুড়ার নন্দীগ্রামে বৃদ্ধা ভিক্ষুকের দায়িত্ব নিলেন সংসদ সদস্য মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:

বগুড়ার নন্দীগ্রামে বৃদ্ধা ভিক্ষুকের দায়িত্ব নিলেন সংসদ সদস্য মোশারফ হোসেন। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন তার গাড়ি যোগে নন্দীগ্রাম থেকে বাড়ি ফেরার পথে ১নং বুড়ইল ইউনিয়নের দোহার-ভদ্রদিঘীর মাঝ রাস্তায় কহুলী গ্রামের বৃদ্ধা বেগম বেওয়া (৭৫) রাস্তায় বসে ভিক্ষা করছে। তাকে দেখে সংসদ সদস্য মোশারফ হোসেন গাড়ি থামিয়ে নেতাকর্মীদের নিয়ে তার পাশে বসে কথা বলে জানতে পারে তার বাড়ির লোকজন প্রায় কোয়াটার কিলোমিটার দূর থেকে কোলে করে নিয়ে এসে পাকা রাস্তার ধারে বৃদ্ধা বেগম বেওয়াকে ভিক্ষার জন্য বসে রেখে যায়। সেখান থেকে যে কয় টাকা পায় তা দিয়ে তার ভরণপোষণ চালানো হয়।

রাস্তার লোকজন তাকে জানায়, ভিক্ষুক বেগম বেওয়াকে দয়া করে অনেক পথচারীরা যে কয় টাকা দিয়ে থাকে তা দেখতে পায় না। সে অন্ধ হওয়ার কারণে অনেক ছোট ছেলে-মেয়েরা এবং কিছু দুষ্ট লোকজন তার ভিক্ষারথালা থেকে মাঝেমধ্যেই টাকা তুলে নিয়ে চলে যায়। এমনিতেই বয়সের ভারে বৃদ্ধা বেগম বেওয়া নুইয়েপড়া মানুষ, তারপর তাকে নন্দীগ্রাম-শেরপুর রাস্তায় বসে ভিক্ষা করতে হয়। যে কোনো সময় সে বড় ধরণের দুর্ঘটনার শিকার হতে পারে। এটা ভেবে সংসদ সদস্য মোশারফ হোসেন পরদিন তার আত্মীয়-স্বজনকে বাড়িতে ডেকে এনে বৃদ্ধা বেগম বেওয়ার খাওয়া-দাওয়া, কাপড় চোপড়সহ চিকিৎসার সব দায়িত্ব নেন। তাও তাকে যেন রাস্তায় বসে ভিক্ষা করতে দেয়া না হয়। তার এই উদ্যোগে এলাকাবাসি সন্তোষ প্রকাশ করেছে।

আরও দেখুন

উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ-চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,, দীর্ঘদিন থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায়-চরম ভোগান্তিতে পরেছে নিম্ন আয়ের মানুষেরা। পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর …