নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
জাতীয় সংসদ উপনির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা তাঁর দালান প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করছেন। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে ওমরপুর হাটসহ বিভিন্ন স্থানে তিনি দালান প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
গোলাম মোস্তফা বলেন, আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, হাট-বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন উন্নয়ন-সেবামূলক কাজে গুরুত্ব দিবো। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কাজ করতে চাই। উল্লেখ্য, সংসদ সদস্য প্রার্থী গোলাম মোস্তফা নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …