নিজস্ব প্রতিবেদক:
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাতীয় সংসদ উপনির্বাচনে ১৪ দলীয় জোট প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের জয়ে নাখোশ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। তিনি কোনোভাবেই পরাজয় মেনে নিচ্ছে না। ১৪ দলীয় জোট প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০হাজার ৪শ’৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম নিজস্ব প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে ১৯হাজার ৫শ’৭১ ভোট পেয়ে পরাজিত হয়েছে। বুধবার (১ ফেব্রয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনী এলাকার মোট ১১২টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
এবারের নির্বাচনে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি অনেক কম ছিলো। নির্বাচন চলাকালে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শিফা নুসরাত জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।