রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / বগুড়া-৪ আসনে চমক দেখাতে পারে জিয়াউল হক মোল্লা

বগুড়া-৪ আসনে চমক দেখাতে পারে জিয়াউল হক মোল্লা

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। সংসদ সদস্য পদপ্রার্থীরা দিন রাত গণসংযোগ করে ব্যস্ত সময় অতিক্রম করছে। তবে এই আসনে এবার চমক দেখাতে পারে ৪বারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা।

তার পক্ষে নির্বাচনী মাঠে নেমেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাসদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যে কারণে ১৪ দলীয় জোট প্রার্থী ও জেলা জাসদ সভাপতি একেএম রেজাউল করিম তানসেন তেমন সুবিধাজনক অবস্থানে নেই। তার বড় সমস্যাই হচ্ছে আওয়ামী লীগ ও জাসদের বেশিরভাগ নেতাকর্মী তার পাশে নেই। তবুও তিনি বিজয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনী মাঠে নৌকা প্রতীক নিয়ে ছুটে চলছেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী ৪বারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা সুবিধাজনক অবস্থানে থেকে তার জনপ্রিয়তা এবং ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে ঈগল প্রতীক নিয়ে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মাঠে ভোট প্রার্থনায় ব্যস্ত রয়েছেন।

এছাড়াও জাতীয় পার্টি প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুক নাঙ্গল প্রতীক, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী  আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ডাব প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমান কাজল ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছে। এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মূলত নৌকার সাথে ঈগলের লড়াই হবে। আওয়ামী লীগ ও জাসদের বেশিরভাগ নেতাকর্মীরা ১৪ দলীয় জোট প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের পক্ষে না থাকায় তিনি খুব বেশি এগুতে পারছে না। আর স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার পক্ষে অনেক আওয়ামী লীগ, বিএনপি ও জাসদসহ অন্যান্য দলের নেতাকর্মীরা প্রকাশ্যে ভোটের মাঠে নেমে ভোট প্রার্থনা করছে। সেই কারণেই ডা. জিয়াউল হক মোল্লা এখন এই আসনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে আছে। এর চূড়ান্ত ফলাফল জানতে ৭ জানুয়ারি ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …