নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় ৫ জুয়াড়ী সহ ৬ জন আটক করে। গত ৮ আগষ্ট রবিবার রাত্রি সাড়ে দশ টায় জনৈক বুলু(৪৫), পিতা-মৃত নাজির হেসেন এর চাতালের দক্ষিণ পার্শ্বে দিকে পরিত্যাক্ত ঘরে জুয়া খেলার সময় আটক হয়। এছাড়াও সি,আর মামলায় ওয়ারেন্ট মূলে ১জন গ্রেফতার করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাসেদুল ইসলাম এর নের্তৃত্বে সংঙ্গীয় ফোর্স সহ দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক উদ্ধার এবং জুয়া নিরোধ-কল্পে এক আভিযানিক দল রাত্রিতে টহল দেওয়া সময় দুপচাঁচিয়া মেইল বাসষ্ট্যান্ড এলাকায় জনৈক বুলু(৪৫) মৃত-নাজির হোসেন এর চাতালের দক্ষিণ পার্শ্বে পরিত্যাক্ত ঘরে অভিযান পরিচালনা করে।
এ সময় ৫ জনের কাছ থেকে সর্বমোট ১৮ হাজার ৫শ’৭৫ টাকা খেলার বোর্ড থেকে ও জুয়ার সরঞ্জামাদি সহ জব্দ করেন। এবাদে থানার এএসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দপুর ইউনিয়নে সাহার পুকুর বাাজার হতে নাজিমউদ্দিন এর ছেলে রহুল আমিন(৩৫), কে গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন দুপচাঁচিয়া সদর ইউনিয়ন ছোট ধাপ এলাকার আব্দুল মজিদএর ছেলে হাকিম(৪০)ধাপ-সুখানগাড়ী ইয়াসিন আকন্দর ছেলে এনামুল আকন্দ(৩৩),বড়-ধাপ ইছাহাক আলীর ছেলে দেলোয়ার হোসেন(৩৬) বড়-ধাপ আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক(৫০), ধাপ-সুখানগাড়ীর মৃত-হাবিল প্রাং এর ছেলেআক্কাস আলী(২৯), আটককৃত জুয়াড়ী দেরকে জুয়া আইনে মামলা দায়ের ও ওয়ারেন্ট আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …