নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়া জেলার পুলিশ সুপার মহোদয় কর্তৃক মাসিক কল্যাণসভায় দুপচাঁচিয়া থানার ২ জন সাব-ইন্সপেক্টর পুরস্কার গ্রহন।গত শনিবার ৯ (অক্টোবর) বগুড়া জেলার পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম(সেবা) কর্তৃক দুপচাঁচিয়া থানার গুরুত্বপুর্ন মামলা(হুমায়ন হত্যার)রহস্য উদঘাটন করায় দুপচাঁঁচিয়া থানার সাব-ইন্সপেক্টর বকুল হোসেনকে ক্রেষ্ট(সম্মাননা স্মারক) সহ নগদ অর্থপ্রদান করেন।
এবাদে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সঠিক দিক নির্দেশনায় অত্র থানার নবীন সাব-ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন সেতু ২বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করায় জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম(সেবা) স্যার কর্তৃক আর্থিক পুরস্কার গ্রহন করেন।
এছাড়াও জেলার মাসিক সভায় দুপচাঁচিয়া থানার আইন শৃঙ্খলা ও বিভিন্ন এলাকায় বিট পুলিশিং সমাবেশ এবং সিসি টিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং সামনে হিন্দু(সনাতন) ধর্মের বড় উৎসব শারদীয়া দুর্গোৎসব শুরুর প্রাক্কালে বাংলাদেশ সরকার তথা পুলিশ বাহিনী সর্বোচ্চ নিরাপত্তায় দেওয়ার অঙ্গীকার করেন বলে দুপচাঁচিয়ার থানার অফিসার ইনচার্জ হাসান আলী সভায় একথা জানান।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / বগুড়া জেলার পুলিশ সুপার মহোদয় কর্তৃক মাসিক কল্যাণসভায় ভাল কাজের সফলতায় দুপচাঁচিয়া থানার ২জন সাব-ইন্সপেক্টর পুরস্কার গ্রহন
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …