রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়ায় নন্দীগ্রামে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনা

বগুড়ায় নন্দীগ্রামে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
নন্দীগ্রাম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার নির্দেশনায় উপজেলার বিভিন্ন জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে তার সুস্থতা কামনায় উপজেলার রণবাঘা জামে মসজিদে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন ফকিরের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি মিনহাজুর রহমান হাবিব, সহ-সভাপতি একাব্বর হোসেন পুটু, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল, অর্থ সম্পাদক জোবায়ের হোসেন রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক টিপু সুলতান, নির্বাহী সদস্য তাছলিমা আজম ও অসিম কুমার রায় এক বিবৃতিতে তার সুস্থতা কামনায় সবার নিকট দোয়া প্রার্থনা করেছে। মহান আল্লাহ্ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …