রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বখাটে স্টাইলে চুল না কাটার আহ্বান নাটোর পুলিশ সুপারের

বখাটে স্টাইলে চুল না কাটার আহ্বান নাটোর পুলিশ সুপারের

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বখাটে স্টাইলে চুল না কাটার জন্য সেলুন কারিগরদের প্রতি আহবান জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সদর উপজেলায় কর্মরত সেলুন কারিগরদের উপস্থিতিতে এই নির্দেশনা দেয়া হয়।

এসময় কারিগরদের উদ্দেশ্যে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, স্কুল কলেজ থেকে সকল পর্যায়ে আমাদের দেশীয় সংস্কৃতি ধারণ করা দরকার। পশ্চিমা সংস্কৃতি দেখে কারো উগ্রভাবে চুল রাখা মোটেও ঠিক নয়। সুন্দর করে চুল রাখা আর বখাটে স্টাইলে চুল রাখা এক বিষয় নয়। তাই জেলার সকল কারিগরদের বখাটে স্টাইলে চুল না কাটতে আহবান জানান তিনি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …