নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহম্মাদ (সা.) এর ব্যঙ্গচিত্র (কাটুন) প্রদর্শনের প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উলামায়ে কেরাম ও সচেতন মুসলমান সমাজের আয়োজনে শুক্রবার (৬ নভেম্বর) বাদ আসর পৌর সদর শহীদ চত্বর (ডাইংপাড়া মোড়ে) এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আলেম, উলামা, ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ গ্রহণ করেন। এসময় বিভিন্ন এলাকা হতে শতশত মুসল্লী ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ করতে থাকে। মানববন্ধন সমাবেশে আল-মাদানী হজ্জ ট্রাভেল এজেন্সির পরিচালক আব্দুল গফুর আল-মাদানীর সভাপতিত্বে ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এইচ এমন শহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রেশ ক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল, গোদাগাড়ী উপজেলা প্রেশ ক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, বুজরুকরাজারামপুর জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন,হাটপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মমিন প্রমূখ।
সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় সহযোগীতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহম্মাদ (সা.) এর ব্যঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর দু’শো কোটি মুসলমানদের হৃদয়ে কুঠারাঘাত করে ক্ষোভের সৃষ্টি করেছে। এধরনের ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করি আমরা । সাথে সাথে তারা কটুক্তিকারীর বিরুদ্ধে সকল মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
এসময় বক্তারা আরও বলেন রাসুল (সাঃ) সহ ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। সেই সাথে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক শিথিলকরণ ও সংশ্লিষ্ট রাষ্ট্রদুতকে আহবান করে কৈফিয়ত তলব এবং তাদের তৈরী পণ্য বর্জনের জন্য সরকারী পদক্ষেপেরও দাবী জানানো হয়।
নীড় পাতা / উত্তরবঙ্গ / ফ্রান্সে মহানবী (সাঃ) ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রদর্শনের প্রতিবাদে গোদাগাড়ীতে মানববন্ধন
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …