সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / ফোন পেয়ে ত্রাণ পৌঁছে দিলেন নলডাঙ্গার ইউএনও

ফোন পেয়ে ত্রাণ পৌঁছে দিলেন নলডাঙ্গার ইউএনও

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নলডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন বস্তি থেকে উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি কে একজন দরিদ্র মহিলা ফোন করে জানান তার ঘরে কোন রকম খাবার নেই। ফোন পেয়ে নির্বাহী অফিসার ও নলডাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস নিত্যপ্রয়োজনীয় খাবার নিয়ে আজ দুপুরে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন।

খাবার হাতে পেয়ে সেই মহিলা জানান, ঘরে খাবার না থাকায় খুব কষ্টে ছিলাম এজন্য ইউএনও স্যার কে ফোন দিয়েছিলাম। ফোন পেয়ে উনারা আমাকে খাবার দিয়েছেন এখন আমরা একটু খেতে পারব। এদিকে ফেরার পথে রেলস্টেশনের পাশের পরিত্যক্ত ঘরে বসবাস করা এক গৃহহীন বৃদ্ধার অবস্থা দেখে তৎক্ষণাৎ পৌরসভা থেকে চাল এনে বৃদ্ধাকে দেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মামুনুর রশিদ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …