শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / ফোন কলে বাড়িতে গিয়ে নমুনা নিলেন চিকিৎসক

ফোন কলে বাড়িতে গিয়ে নমুনা নিলেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরে বাগাতিপাড়ায় করোনা উপস্বর্গ নিয়ে অসুস্থ যুবকের ফোন কল পেয়ে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলেন চিকিৎসকরা। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক দল অভিজ্ঞ চিকিৎসক উপজেলার জামনগর ইউনিয়নে ওই যুবকের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন। গত তিন দিন ধরে জ্বর, কাশি, গলা ও মাথা ব্যথাসহ শ্বাসকষ্টে ভুগছিলেন ওই যুবক।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল গায়ে হালকা জ্বর নিয়ে গাজীপুর থেকে বাগাতিপাড়ায় আসেন যুবক শাকিল (২২)। বাড়িতে আসার পর থেকে তিনি হোম কোয়ারান্টাইন পালন করছিলেন। কিন্ত গত তিনদিন ধরে তিনি জ্বর, কাশি, গলা ও মাথা ব্যথাসহ শ্বাসকষ্ট অনুভব করেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী নম্বরে জানান শাকিল। তারই প্রেক্ষিতে রোববার চিকিৎসকরা ওই যুবকের নমুনা সংগ্রহ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রতন কুমার সাহা বলেন, ওই যুবকের টেলিফোন পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ফরিদুজ্জামান এর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম তার নমুনা সংগ্রহ করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই নমুনা প্রেরণ কর হয়। তবে রিপোর্ট না পাওয়া পর্যন্ত শাকিলসহ তার পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …