নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ফেসবুক লাইভে এসে শিক্ষার্থীর আত্মহত্যা

ফেসবুক লাইভে এসে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরের গুরুদাসপুরে ফেসবুক লাইভে এসে রঞ্জু আহমেদ (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রঞ্জু উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা এলাকার হরফ আলীর ছেলে। রোববার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী উপজেলার এক স্কুল ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো রঞ্জুর। দীর্ঘদিন যাবত সেই প্রেমের সম্পর্কে টানাপোড়ন চলছিলো। এতে ডিপ্রেশনে ভুগতে থাকে রঞ্জু। অতপর ফেসবুক লাইভ চালু করে ঘরের ডাবের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রঞ্জু। পরে পরিবারের লোকজন বিষয়টি আঁচ পেয়ে ঘরের দরজা ভেঙে তার মরদেহটি উদ্ধার করে।

এদিকে ঘটনার আগে রঞ্জু আহমেদ ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘শেষ আয়োজন! এবং শেষ ঠিকানা! কখন জানি মৃত্যু এসে বলবে, চলো এবার যাওয়া যাক। জিন্দা থাকলে নিন্দা তো হবেই, সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয়না! সময় যখন থমকে যাবে, শেষ হবে সফর! বিদায় দেবে বন্ধু-স্বজন, স্বাগত জানাবে পরপার।’ কিছুক্ষণ পর ফেসবুকে আরেক স্ট্যাটাসে লেখেন, ‘সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো ওপারে।’

এবিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …