সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ফেসবুকে আ’ লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

ফেসবুকে আ’ লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজহারুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটি আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালিয়ে তার ভার্বমূতি ক্ষুন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুকাশ ইউনিয়ন লীগের সভাপতি সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নাম্বার-৯৮০) দায়ের করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, কে বা কাহারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে শুকাশ আওয়ামী লীগ ও Md Fahad Hasan নামক দুইটি ফেসবুক আইডি থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মানহানির লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিকভাবে তার জনপ্রিয়তাই ঈর্ষান্বিত হয়ে তাঁকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কু-রুচিপূর্ণ স্ট্যাটার্স, কমেন্ট ও আপত্তিকর লেখা দিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ নিয়ে অপপ্রচারকারীদের কার্যক্রমে তিনি আতঙ্কিত। এ বিষয়ে তিনি বিব্রতকর বলে জিডিতে উল্লেখ করেছেন। তিনি মিথ্যা অপ্রপচার ও অশালিন স্ট্যাটাস, পোষ্ট ও মন্তবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজহারুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে খারাপ মন্তব্যর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। ফেসবুক ব্যবহারকারীগণ উক্ত বিতর্কিত আইডি ও জরিতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দেওয়ার দাবি জানান।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জিডি দায়েয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …