রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / ফেন্সিডিল বহনকারী পিকআপের ধাক্কায় প্রাণ গেলো অটোভ্যান চালকের

ফেন্সিডিল বহনকারী পিকআপের ধাক্কায় প্রাণ গেলো অটোভ্যান চালকের

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ফেন্সিডিল বহনকারী বেপরোয়া পিকআপের ধাক্কায় প্রাণ গেলো শফিকুল ইসলাম (৩৫) নামের এক অটোভ্যান চালকের। এঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে আরো একজন। এসময় পিকআপ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

আজ রবিবার সকালে উপজেলার কানাগাড়ি বাজার নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম।

নিহত শফিকুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের আমবাগান এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে একটি পিকআপ গোবিন্দগঞ্জ যাচ্ছিলো। যাবার পথে ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে ধাক্কায় দেয় পিকআপটি, এসময় ঘটনাস্থলেই মারা যান ভ্যানের চালক, আহত অবস্থায় আরো একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ মমিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। পিকআপটি থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় পলাতক রয়েছে পিকআপের চালক ও হেলপার ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …