ফুলে ফুলে ভরে গেছে মাধনগর ডিগ্রি কলেজ ক্যাম্পাস
সম্পাদক
অক্টোবর ২২, ২০২৩
জেলা জুড়ে, শিরোনাম
21 Views
নিজস্ব প্রতিবেদক:
নানা রঙের ফুলে ফুলে ভরে গেছে,নাটোরের মাধনগর ডিগ্রি কলেজ প্রাঙ্গন। দেখেই মনে হবে এ যেন এক স্বপ্নের বাগিচা। সেখানে সৌরভ ছড়াচ্ছে নানা রঙের ফুল। বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে হরেক রকমের ফুলগাছ। গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ফুল বাগান। সব ফুল যেন এখানেই জড়ো হয়েছে। যেদিকে তাকানো যায় সেদিকেই বিচিত্র ও বর্ণাঢ্য ফুলের সমারোহ। দৃষ্টিনন্দন বাগানটির সৌন্দর্য উপভোগ করছেন,শিক্ষার্থী,শিক্ষকসহ সকলেই।ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতে আরও উদ্যোগ গ্রহন করা হবে বলে,জানিয়েছেন কলেজ কতৃপক্ষ। গাছ ঠাঁসা ফোটা এসব ফুলের মিষ্টি সুবাসে পাগল পারা পাখি আর প্রজাপতিরা। যা দেখে মুগ্ধ সবাই। রাজ্যের সব ফুল যেন এখানেই জড়ো হয়েছে! যেদিকে তাকানো যায় সেদিকেই বিচিত্র সব বর্ণাঢ্য ফুলের সমারোহ। ভ্রমরের পাশাপাশি ফুলের গন্ধে মাতোয়ারা ক্যাম্পাসে আগতরা। ক্যাম্পাসে ঢুকলেই মন মাতিয়ে তুলছে নানা প্রজাতির ফুলের ঘ্রাণ। বিস্তৃত জায়গা জুড়ে লাল,সাদা,হলুদ রঙে যেন ছেয়ে গেছে ক্যাম্পাসটি। সরেজমিনে দেখা গেছে,সবুজ ক্যাম্পাসের ইট-পাথরে গড়া ভবনের সামনে দ্যুতি ছড়াচ্ছে রঙ-বেরঙের বাহারি ফুল। হৃদয়কাড়া ফুলের মন মাতানো সৌরভ আর স্নিগ্ধতায় মুগ্ধ সবাই। ফুলের সৌন্দর্য ব্যঞ্জনায় যেন স্বর্গীয় রূপ ধারণ করেছে ক্যাম্পাসটি। রঙ্গন,জবা,বেলি,টগর,হাসনাহেনা মৌচান্ডাল,কামিনী,ক্রিসমাস,চামেলী,গন্ধরাজ,কলসীলতা,গাঁদা,সুজা,জুঁইসহ নানা জাতের ফুল।ফুলের ওপর নাচছে পাখি। সব মিলিয়ে প্রায় শতাধিক ধরনের ফুল ফুটেছে এই ক্যাম্পাসে। ফুলে ফুলে সজ্জিত ক্যাম্পাস যেনো শিল্পীর তুলিতে আঁকা নয়ন জুড়ানো সৌন্দর্য মুগ্ধ কোনো ছবি। আর ফুলে সুশোভিত ক্যাম্পাস দেখতে আসেন অনেকেই। ক্যাম্পাসে ঘুরতে আসা দশনার্থীরা বলেন, ক্যাম্পাসটি ফুলে ফুলে সেজেছে। যা দেখতে অনেক ভাল লাগছে,ফুলের সৌন্দর্যে মোড়ানো ক্যাম্পাস দেখে মুগ্ধ হয়েছি। কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মানহা খন্দকার নিতি,রুকাইয়া রুহি,সাকিব আহম্মেদ বলেন,ফুলে ফুলে ভরে গেছে প্রিয় ক্যাম্পাস। গাছ ঠাঁসা ফোটা এসব ফুলের মিষ্টি সুবাসে পাগল পারা মৌমাছি আর প্রজাপতিরা। যা দেখে মুগ্ধ সবাই। প্রকৃতিতে যেমন আসে সজিবতা বা পরিবর্তন,ঠিক তেমনটি নানা রকমের ফুলে আমাদের ক্যাম্পাস ভরে উঠেছে। ক্যাম্পাসের নানা রঙের ফুলের আবির আর মৌ মৌ গন্ধে কেড়ে নিচ্ছে বিষাদ। অনুরাগ,শ্রদ্ধা আর ভালোবাসা বহিঃপ্রকাশের বড় মাধ্যম ফুল। ফুল বাগানের মালি মোঃ জিয়াউল ইসলাম বলেন,ফুল চাষের আগে যেসব প্রস্তুতি নেওয়া দরকার তার সবই করা হয়েছিলো। যে কারণে ফুলে ফুলে ভরে গেছে ক্যাম্পাস। এবার বেশি ফুটেছে,টগর,রঙ্গর,হাসনাহেনা,কামিনী,কাঠগোলাপ ফুল। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুকুল বলেন,আমরা অনেক আগেই এই ফুলের বাগান গড়ার উদ্যোগ গ্রহণ করি। এখানে অনেক দর্শনার্থী প্রতিদিন ভিড় করেন। প্রতিবছরের ন্যায় এবারও পরিকল্পিতভাবে বিভিন্ন ফুলের গাছে রোপন করা হয়েছে। ক্যাম্পাসে ফুলের চাষে বিশেষভাবে নজর দেওয়া হয়। ক্যাম্পাসে ঢুকলে শিক্ষার্থীদের মন ভালো হয়ে যায় সেটাইতো কর্তৃপক্ষের কাজ। আমরা তারই অংশ হিসেবে প্রতিবছর ফুলচাষে বিশেষভাবে গুরুত্ব দিই। এ বছর অন্যান্য বছরের চেয়ে বেশি ফুলের চাষ করা হয়েছে। ক্যাম্পাসের ভেতরে যে ফুলের সমারোহ এটা শুধু কলেজের না,বাইরে যারা রয়েছেন তারাও এই সৌন্দর্য দেখতে আসেন।