সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / ফুলপুরে ঘর পাবে গৃহহীন ৯৭ পরিবার

ফুলপুরে ঘর পাবে গৃহহীন ৯৭ পরিবার


নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে ৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবার ২শতাংশ করে ভূমি ও আধা পাকা টিন শেড ঘর পাচ্ছেন। এ উপহার যাতে যথাযোগ্য ব্যক্তিরা পান সেই লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার। তাকে সহযোগিতা করছেন, বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান- মেম্বারগণ, ভূমি কর্মকর্তারা, উপজেলা চেয়ারম্যানসহ অনেকে প্রমুখ। গতকাল নির্মাণাধীন এসব ঘর পরিদর্শনে গেলে ঘরের হবু বাসিন্দারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী’ লেখা প্লেকার্ড উঁচিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, সরকারের এ কাজ দেখে শুধু সহায় সম্বলহীন অসহায় উপকারভোগীরাই নয় বরং এলাকাবাসীও খুব খুশি। আমরা প্রধানমন্ত্রীর এ প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কদিন আগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এ প্রকল্প পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …